গাজীপুর ভেলিভারি
🎁ডেলিভারি🎁 চৌরাস্তা, গাজীপুর
"প্রতিদিন তোমার প্রেমে পড়ার মাঝে এক আলাদা অনুভূতি আছে
তোমার বোকাময় হাসিটার প্রেমে পড়ি রোজ! তোমার মুখের ওই বোকাময় হাসিটা দেখতেই আমার ভালো লাগে।
পৃথিবীর হাজারো মানুষের ভিড়ে আমি ওই বোকাময় হাসিটার প্রেমে পড়েছি; এই প্রেমটা ক্ষণিকের জন্য নয়, এই প্রেমের ঘোরটা এত সহজে কেটে যাওয়ার নয়। এই প্রেম আজীবন থাকবে আমার হৃদপিণ্ডের গভীরে।
কিন্তু জানো,
একটা ভয় কাজ করে!
তোমাকে পাবো তো এই জীবনে? এই বোকাময় হাসিটা ঠিক তোমার পাশে বসে সারাটা জীবন দেখার সৌভাগ্য হবে তো আমার! নাকি দূর-দুরান্তে একাকী-আঁধারে শুধু স্মৃতির প্রতিচ্ছবি ভাসবে?
হয়তো তুমি আমারই হয়তো নও,
ভালোবাসি তোমায় কতখানি ঠিক তুমি জানো না!
হারানোর বেলাশেষে কাটিয়ে দিয়ে যেও মায়াখানি তবুও তোমাকে বেঁচে থাকার মৃতপ্রায় অভ্যাসে রাখব না নিজেকে। এ ভালোবাসা বিষাদময় হোক তা আমি মানব না।
তুমি রবে,
এ মনে এঁকে, কল্পনার আবেশে হাসিটা ছড়াবে বাস্তবে, ঠিক আমার পাশটাতে বসে। দুচোখ ভরে আমি দেখব শুধু তোমাকে, আর ভাবব এইতো সে আমার নিজের,
এখন শুধুই আমার ভালোবাসা সে।
মিথ্যে অবাস্তব কল্পনা, মিথ্যে ভালোবাসার গল্প আর গড়ব না। হোক না একটা বাস্তবিক ভালোবাসার মিলে যাওয়া গল্প। আটকে থাক সে, ছেড়ে চলে যাওয়া মানুষটির ভালোবাসার বাঁধনে। থাকব দুজনে সুখে ও দুঃখে দুটিতে একে অপরকে ভালোবেসে।
শেষে বৃদ্ধ বয়সে এসে....!
ভালোবাসি! ভালোবাসি!! ভালোবাসি!!!♥️♥️♥️"
©Jerin Supty
প্রিয়জন থেকে দূরে অবস্থান করছেন! প্রিয় মানুষটিকে সারপ্রাইজ দিতে চাচ্ছেন? কিন্তু কে পৌঁছে দেবে সেটা নিয়ে ভাবছেন?
ই-সার্ভিস২৪ কে জানান, আপনার প্রিয়জনকে গিফট পৌঁছে দিতে সদা প্রস্তুত ই-সার্ভিস২৪।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।
যেকোনো প্রয়োজনে ☎️ +8801988873839
ই-সার্ভিস২৪
সেবা গ্রহণ, যখন তখন
To contact with us click here
No comments